যুক্তরাষ্ট্রের কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করছে ডিজনি

প্রকাশ: আগস্ট ০১, ২০২১

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বেতনভুক্ত ঘণ্টাভিত্তিক চুক্তিকে কর্মরতদের বাধ্যতামূলক টিকা প্রদান কার্যক্রমের আওতায় নিয়ে আসছে মার্কিন গণমাধ্যম বিনোদন প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি করোনা ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে বেড়ে যাওয়ায় উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি খবর রয়টার্স

ডিজনি জানায়, যেসব কর্মচারী এখনো টিকা গ্রহণ করেননি কিন্তু এখনো কেন্দ্রে কাজ করছেন তাদের আগামী ৬০ দিনের মধ্যে টিকা গ্রহণ করতে হবে সেই সঙ্গে যারা বাসা থেকে কাজ করছেন, তাদের কর্মক্ষেত্রে যোগদানের আগে টিকা নেয়ার পাশাপাশি এর প্রমাণ প্রদর্শন করতে হবে তবে কিছু ক্ষেত্রে বিধি শিথিল করা হবে

প্রতিষ্ঠানটি আরো জানায়, নতুন করে এখানে যাদের নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাদের নিয়োগ কার্যকরের আগেই ভ্যাকসিন গ্রহণ করতে হবে চলতি সপ্তাহের শুরুতে অ্যালফাবেট নিয়ন্ত্রণাধীন গুগল, রাইডশেয়ারিং প্লাটফর্ম উবার সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকসহ বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মক্ষেত্রে যোগদানের আগে কর্মীদের ভ্যাকসিন গ্রহণের নির্দেশনা দিয়েছে এসব প্রতিষ্ঠানের সিদ্ধান্তের পর পরই ডিজনি ঘোষণা দেয়

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আমেরিকার যেসব অঞ্চলের বাসিন্দারা করোনার পরিপূর্ণ ভ্যাকসিন ডোজ সম্পন্ন করেছেন, তাদের অভ্যন্তরীণ অঞ্চলে বিশেষ করে যেসব জায়গায় সংক্রমণ বাড়ছে সেসব জায়গায় মাস্ক পরিধান করে চলতে হবে 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫