ইইউর ব্যক্তিগত গোপনীয়তা নীতি লঙ্ঘন

অ্যামাজনকে ৭৫ কোটি ইউরো জরিমানা সিএনপিডির

প্রকাশ: আগস্ট ০১, ২০২১

বণিক বার্তা ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ব্যক্তিগত গোপনীয়তা নীতি লঙ্ঘনের অভিযোগে প্রায় ৭৫ কোটি ইউরো জরিমানার মুখে পড়েছে অ্যামাজন। দ্য লুক্সেমবার্গ ন্যাশনাল কমিশন ফর ডাটা প্রটেকশন (সিএনপিডি) গত ১৬ জুলাই জরিমানা করেছে। সম্প্রতি তথ্য স্বীকার করেছে অ্যামাজন। খবর রয়টার্স।

ইইউ ডাটা সুরক্ষা নীতি লঙ্ঘনের দায়ে গত ১৬ জুলাই অ্যামাজনের ওপর ৭৪ কোটি ৬০ লাখ ইউরো বা ৮৮ কোটি ৬৬ লাখ ডলার জরিমানা আরোপ করে সিএনপিডি। গত শুক্রবার অ্যামাজনের এক মুখপাত্র জানান, জরিমানার বিরুদ্ধে আদালতে আপিল করবে তারা। -কমার্স জায়ান্টটি মনে করছে, সিএনপিডির জরিমানার সিদ্ধান্তের সপক্ষে শক্ত কোনো ভিত্তি নেই। বিষয়ে অবশ্য মন্তব্য করেনি সিএনপিডি।

ইইউর জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন বা জিডিপিআর অনুযায়ী কারো ব্যক্তিগত তথ্য ব্যবহারে যেকোনো কোম্পানিকে ওই ব্যক্তির সম্মতি চাইতে হয়।

ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং গুজব ছড়ানোর অভিযোগে বিশ্বজুড়েই নীতিনির্ধারকদের শ্যেন দৃষ্টিতে রয়েছে প্রযুক্তি জায়ান্টগুলো। কিছু কোম্পানির বিরুদ্ধে বাজারে একচেটিয়া নীতি অনুসরণেরও অভিযোগ রয়েছে। ইউরোপে বেশ চাপে রয়েছে অ্যালফাবেট মালিকানাধীন গুগল, ফেসবুক, অ্যাপল মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান। ফ্রান্সের অনলাইন বিজ্ঞাপন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গত ডিসেম্বরে গুগলকে রেকর্ড ১০ কোটি ইউরো বা ১১ কোটি ৮৮ লাখ ডলার জরিমানা করে দেশটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫