মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ঢাকামুখী হাজার হাজার মানুষ

প্রকাশ: জুলাই ৩১, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, মানিকগঞ্জ

লকডাউন উপেক্ষা করে  হাজার হাজার পোশাক কর্মীরা পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে এসব যাত্রীরা আসছেন। আগামীকাল গার্মেন্টস খোলার খবরে তারা কর্মস্থলে যোগ দেয়ার জন্য বের হয়েছেন।

আজ শনিবার সকাল থেকে পাটুরিয়ার চারটি ফেরিঘাটেই দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। প্রতিটি ফেরিতেই হাজার হাজার যাত্রী আসছেন কোন ধরনের স্বাস্থ্য বিধি না মেনেই।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানান, ৮টি ফেরি জরুরী পরিষেবা ও পন্যবোঝাই ট্র্রাক পারাপারের জন্য রাখা হয়েছে। কিন্তু অতিরিক্ত যাত্রীর কারণে কোন ধরনের যানবাহন ফেরিতে উঠতে পারছে না। তারা একরকম হিমশিমে পড়েছেন।

গণপরিবহন না থাকায় এসব যাত্রীরা তিন চাকার বিভিন্ন যানবাহন, রিস্কা-ভ্যানে চড়ে কেউবা পায়ে হেটেই রওয়ানা দিয়েছেন। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫