বন্ডের অপব্যবহার

শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে গ্রেফতার ১১

প্রকাশ: জুলাই ৩১, ২০২১

নিজস্ব প্রতিবেদক

বন্ডের অপব্যবহার করে শুল্কমুক্ত পণ্য  খোলাবাজারে বিক্রির অভিযোগে ১কোটি ২৭ লাখ টাকা মূল্যের বন্ডের চোরাই কাপড়সহ ১১জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ

 আজ শনিবার (৩১ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়

 গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম জীবন, রুবেল আকন, মাসুম, মনির হোসেন, রবিন, শাহিন হাওলাদার, আরিফ হোসেন, সোহাগ ফরাজি, নাজিম, কামাল হোসেন তাদের কাছ থেকে ৫০৮ রোল চোরাই কাপড় জব্দ করা হয় যার মুল্য কোটি ২৭ লাখ টাকা

 সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার কে এম হাফিজ আক্তার বলেন, তারা বন্ড সুবিধায় বিদেশ থেকে শুল্কমুক্ত কাপড় আমদানি করে এসব কাপড় অতিরিক্ত লাভের উদ্দেশ্যে সুবিধামতে সময়ে চেরাই পথে খোলা বাজারে বিক্রি করতো যার ফলে দেশের প্রকৃত ব্যাবসায়ী শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫