কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়েরও ছুটি বাড়ল

প্রকাশ: জুলাই ৩১, ২০২১

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রাথমিক বিদ্যালয় কিন্ডারগার্টেনের চলমান ছুটিও ৩১ আগস্ট পর্যন্ত বেড়েছে। নভেল করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় সব সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়।

গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ছুটির সময়ে নিজেদের অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীদের বাসায় অবস্থান করতে হবে, পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া শিক্ষার্থীদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করতে এবং স্থানীয় প্রশাসনকে তা পর্যবেক্ষণ করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা পরিকল্পনা করেও শিক্ষাপ্রতিষ্ঠান আর খোলা সম্ভব হয়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫