সাপ্তাহিক দর কমার শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল

প্রকাশ: জুলাই ৩১, ২০২১

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর কমার শীর্ষ ১০ তালিকার মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ফ্যামিলি টেক্স লিমিটেড। গত সপ্তাহে লেনদেন শেষে তমিজউদ্দিন টেক্সটাইল কোম্পানিটির দর কমেছে ১৬ দশমিক ২৮ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৫৩ লাখ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ১০ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।

দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্যামিলি টেক্স। গত সপ্তাহে কোম্পানিটির ১৫ দশমিক ২৫ শতাংশ দর কমেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১০ কোটি ১৮ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল কোটি লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।

দর কমার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৪ দশমিক ৪৭ শতাংশ দর কমেছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির কোটি ৩৫ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৬৭ লাখ ১৬ হাজার ৬০০ টাকা।

এরপর যথাক্রমে বাকি কোম্পানিগুলো হচ্ছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (১৪ দশমিক ২৯), জিল বাংলা সুগার মিল (১২ দশমিক ৯৯), জি কিউ বলপেন (১০ দশমিক ৭৬), আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়ার ফান্ড (১০ দশমিক ১৬), মুন্নু ফ্যাব্রিকস ( দশমিক ২০), ইন্টারন্যাশনাল লিজিং ( দশমিক ২০), ফারইস্ট ফাইন্যান্স ( দশমিক ৯৭)


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫