সিএমএইচে ভর্তি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

প্রকাশ: জুলাই ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কভিড-১৯ এ আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে তিনটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা ভালো আছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উন্নত চিকিত্সার জন্য আবদুল মুহিতকে সিএমএইচে ভর্তি করানোর পরামর্শ দেয়া হয়। 

গত রোববার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে আবুল মাল আবদুল মুহিতের । এরপর চিকিত্সকের পরামর্শে তিনি ঢাকার বনানীর নিজ বাসাতেই ছিলেন। একই দিন আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিতেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আবদুল মুহিতের দুই দফা টিকা নেওয়া আছে। তার আগে আবদুল মুহিতের বাসার দুই গৃহকর্মীর করোনা পজিটিভ হয়।

প্রসঙ্গত, বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে আবদুল মুহিত ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টি আওয়ামী লীগ সরকার আমলের। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য। আবুল মাল আবদুল মুহিতের জন্ম ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫