পিএসসির সব পরীক্ষায় অংশ নিতে টিকা বাধ্যতামূলক

প্রকাশ: জুলাই ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রত্যেক পরীক্ষার্থীকে নভেল করোনাভাইরাসের টিকা নিতে হবে। গতকাল পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (যুগ্ম সচিব) নূর আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ন রাখার স্বার্থে বিপিএসসি বিজ্ঞাপিত কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের কভিড-১৯ প্রতিরোধী টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নিজ উদ্যোগে টিকা গ্রহণ নিশ্চিত করে -সংক্রান্ত প্রমাণপত্র বা সনদপত্র সংগ্রহে রাখার কথাও বলা হয়েছে। এছাড়া পরীক্ষার্থী, পরীক্ষক পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে পিএসসি।

এর আগে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান বিসিএস পরীক্ষা থেকে শুরু করে সব পরীক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পিএসসি। ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের পর এবার নন-ক্যাডার আরো দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সম্প্রতি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

পিএসসি-সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের নির্দেশনা মেনে অফিস পরিচালনা করছে পিএসসি। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষা কার্যক্রম আপাতত স্থগিত থাকছে। পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষার বিষয়াদি নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫