লন্ডনে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে পরিবেশমন্ত্রী

প্রকাশ: জুলাই ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক

লন্ডন সফররত পরিবেশ, বন জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন জলবায়ু পরিবর্তনবিষয়ক সভা দ্য জুলাই মিনিস্টিরিয়াল শেষে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন।

পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন, হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা সময় উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী হাইকমিশন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সময় তিনি যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী নভেম্ব্বরে অনুষ্ঠেয় ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি উপলক্ষে আয়োজক দেশ যুক্তরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাইকমিশনের মুজিব কর্নারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান জানান এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

কপ২৬-এর সভাপতির আমন্ত্রণে মন্ত্রী পর্যায়ের সভা দ্য জুলাই মিনিস্টিরিয়াল ২৫ ২৬ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫