রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রিঅ্যাক্টর ভবনের টায়ার স্থাপন সম্পন্ন

প্রকাশ: জুলাই ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুকেন্দ্রের ইউনিট--এর রিঅ্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কনটেইনমেন্ট ডোমের ষষ্ঠ টায়ার স্থাপন সম্পন্ন করা হয়েছে। ৪৪ মিটার ব্যাসার্ধ এবং ১৮৫ টন ওজনের বৃহদাকৃতির ধাতব কাঠামোকে সিলিন্ডার আকৃতির উপরের অংশে স্থাপন করা হয়েছে।

গতকাল নির্মাণাধীন প্রতিষ্ঠান রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজার ৩৫০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন ভারী ক্রলার ক্রেনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে বসানো হয়। এর আগের দিন ১৫টি স্টিল কেবলবিশিষ্ট একটি বিশেষ বিম স্থাপন করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ডিরেক্টর এলেক্সি ডেইরি জানান, অভ্যন্তরীণ কনটেইনমেন্ট ডোমের তিনটি টায়ারের প্রথমটি অ্যাসেম্বল করা হয়েছে। এর পরের ধাপে নকশা অনুযায়ী বাকি দুটি টায়ারকে রিঅ্যাক্টর ডোম কনটেইনমেন্টে প্রি-অ্যাসেম্বল করা হবে। কাঠামোগুলোকে ঝালাইয়ের মাধ্যমে একসঙ্গে সংযোজনের কাজ শেষ হওয়া মাত্রই আমরা ডোমে কংক্রিটের ঢালাই শুরু করব।

তিনি বলেন, কাজের জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নেয়া হয়। রিঅ্যাক্টর ভবনের তিন টায়ারের এই মেটাল ইউনিটকে পাওয়ার ইউনিটের অদূরে বিশেষ প্রক্রিয়ায় প্রি-অ্যাসেম্বল করা হয়।

প্রমঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রোসাটম রাষ্ট্রীয় করপোরেশন প্রকৌশল শাখার নকশা অনুযায়ী এটি নির্মিত হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫