গাজীপুরে খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশ: জুলাই ২৯, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের সদর উপজেলার সিংড়াতলী এলাকায় বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে গিয়ে আল রাহাত রিমন নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত রিমন শ্রীপুর পৌর এলাকার কেন্দ্রীয় তুলা গবেষণা কেন্দ্রের ল্যাব সহকারী মো. রতন মিয়ার ছেলে। তার বাড়ি নরসিংদীর রায়পুরা। সে শ্রীপুরের সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির দশম শ্রেণীর ছাত্র ছিল।

সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ মিলন জানান, গতকাল দুপুর ১২টার দিকে রিমন বন্ধুদের সঙ্গে গাজীপুরের সদর উপজেলার সিংড়াতলী ভাতুর ভিটা এলাকায় খালে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে নিখোঁজ হয়। পরে অন্য বন্ধুদের ডাকে স্থানীয়রা এসে তাকে পানি থেকে মৃত অবস্থায় তুলে আনে। পরে তার মরদেহ শ্রীপুরের কেন্দ্রীয় তুলা গবেষণা কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে নিয়ে আসা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫