টিএসএমসি থেকে ১০ কোটি চিপের ক্রয়াদেশ অ্যাপলের

প্রকাশ: জুলাই ২৯, ২০২১

বণিক বার্তা ডেস্ক

তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) কাছ থেকে ১০ কোটি এ১৫ বায়োনিক চিপ গ্রহণের বড় অর্ডার করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। গিজমোচায়নার এক প্রতিবেদনে বলা হয়, অর্ডারের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের আসন্ন আইফোন ১৩ সিরিজের উৎপাদন সরবরাহ সম্পর্কিত সব সমস্যা নিরসন করতে চায়।

মার্কিন টেক জায়ান্ট তাদের ২০২১ সালের নতুন আইফোনের ব্যাপক চাহিদার আশা করছে। যে কারণে প্রতিষ্ঠানটি আইফোন ১২ সিরিজের তুলনায় নতুন সিরিজের জন্য পণ্য সরবরাহকারীদের উৎপাদনের পরিমাণ ২০ শতাংশ বাড়ানোর তাগিদ দিয়েছে। পণ্য সরবরাহকারীদের মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসএমসি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫