সম্প্রসারিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ইস্পাত খাত

প্রকাশ: জুলাই ২৯, ২০২১

বণিক বার্তা ডেস্ক

মহামারীর প্রভাব কাটিয়ে প্রবৃদ্ধির ধারায় ফিরছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। এরই ধারাবাহিকতায় ঘুরে দাঁড়াচ্ছে দেশটির অপরিশোধিত ইস্পাত খাত। সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়েছে। আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউশন (এআইএসআই) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

এআইএসআইয়ের দেয়া তথ্যমতে, ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্র ১৮ লাখ ৬৮ হাজার নিট টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। শিল্প ধাতুটির উপযোগ সক্ষমতা বেড়েছে ৮৪ দশমিক শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ সপ্তাহে অপরিশোধিত ইস্পাত উৎপাদন এর আগের সপ্তাহের তুলনায় দশমিক শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে উৎপাদন  হয়েছিল ১৮ লাখ ৫৯ হাজার নিট টন অপরিশোধিত ইস্পাত। ওই সপ্তাহে ধাতুটির উপযোগ সক্ষমতা ছিল ৮৪ দশমিক শতাংশ।

বছরভিত্তিক হিসাবেও উৎপাদন বেড়েছে। গত বছরের একই সপ্তাহে যুক্তরাষ্ট্র ১৩ লাখ ৫০ হাজার নিট টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। ওই সময় ধাতুটির উপযোগ সক্ষমতা ছিল ৬০ দশমিক শতাংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫