কভিড-১৯ পরীক্ষা

নমুনা দেয়ার লাইনে দাঁড়ানো অবস্থায় একজনের মৃত্যু

প্রকাশ: জুলাই ২৮, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কভিড-১৯ শনাক্তের জন্য নমুনা দিতে লাইনে দাঁড়ানো অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. ইকবাল হোসেন (৪৩)আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অ্যান্টিজেন সেন্টারের সামনে (বিএমএ ভবন) এই ঘটনা ঘটে ।

ইকবাল হোসেন সদর উপজেলা নাটাই (উত্তর) ইউনিয়নের বেহাইর  গ্রামের সহিদুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে ঠাণ্ডা, জ্বরসহ নানা ধরনের ভিড-১৯ রোগের উপসর্গে ভুগছিলেন তিনি।

সকালে করোনাভাইরাসের পরীক্ষার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরীক্ষার জন্য ফরম পূর শেষে নমুনা দেয়ার জন্য ইকবাল হোসেন লাইনে দাঁড়ান। সেখানে দাঁড়ানো অবস্থায় হঠা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের জরুরি বিভাগে  নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া জানান, ইকবাল করোনাভাইরাসের সন্দেহভাজন ছিলেন। তবে পরীক্ষায় নিশ্চিত হওয়ার আগেই তার মৃত্যু হয়। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫