সিডনিতে আরো এক মাস বাড়ল লকডাউন

প্রকাশ: জুলাই ২৮, ২০২১

বণিক বার্তা অনলাইন

নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সিডনি শহরে চলমান লকডাউন আরো এক মাস বাড়ানো হয়েছে। আজ বুধবার শহর কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। যদিও দেশটির অনেক শহরে লকডাউন শিথিল বরা হয়েছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহরটিতে জুনের শেষ থেকে লকডাউন চলছে। খবর বিবিসি

সিডনিতে চলতি বছরে এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনের বেশি কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। বুধবার নিউ সাউথ ওয়েলসে একদিনে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭৭ জন। ২০২০ সালের মার্চ থেকে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

নিউ সাউথ ওয়েলস রাজ্য প্রধান গ্লেডিস বেরিজিকলিয়ান জানান, জনসাধারণের জন্য যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা আমি সমর্থন করি। কেননা এগুলো নেওয়া হয়েছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫