অলিম্পিক টেনিস

কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচ

প্রকাশ: জুলাই ২৮, ২০২১

ক্রীড়া প্রতিবেদক

অলিম্পিক স্বর্ণসহ টেনিসের ‘গোল্ডেন স্লাম’ জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বর খেলোয়াড় আজ স্পেনের আলেহান্দ্রো ডেভিডোভিচ ফোকিনাকে সরাসরি সেটে হারিয়ে টোকিও অলিম্পিক গেমসে এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। শেষ আটে তিনি মুখোমুখি হবেন জাপানের কেই নিশিকোরির।

১ ঘন্টা ২৩ মিনিটের লড়াইয়ে ফোকিনাকে ৬-১, ৬-১ গেমে হারান সদ্যই উইম্বলডন শিরোপা জেতা জোকোভিচ। ২০টি গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ অলিম্পিক স্বর্ণ জয়ের পর আগামী মাসে এবারের ইউএস ওপেন মিশনে নামবেন। বছরের শেষ গ্র্যান্ড স্লাম জিততে পারলে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তার ‘গ্লোল্ডেন স্লাম’ এর স্বপ্ন পূর্ণ হবে। ১৯৮৮ সালে এ কীর্তি গড়ে জার্মান গ্রেট স্টেফি গ্রাফ।  

২০১৬ সালের রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী নিশিকোরি শেষ ষোলোয়া ৭-৬, ৬-০ গেমে হারান বেলারুশের ইলিয়া ইভাসকাকে। 

১৮ বারের মুখোমুখি লড়াইয়ে নিশিকোরিকে ১৬ বার হারান জোকোভিচ। জাপানি খেলোয়াড়ের কাছে তিনি সর্বশেষ হেরেছেন ২০১৪ সালের ইউএস ওপেন সেমিফাইনালে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫