পানিতে ডুবে বগুড়ায় ২ শিশু ও সিরাজগঞ্জে কিশোরের মৃত্যু

প্রকাশ: জুলাই ২৮, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া ও সিরাজগঞ্জ

বগুড়ার সোনাতলা উপজেলার পূর্ব তেকানী গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো সাদিয়া () মো. ইউসুফ () সাদিয়া ওই এলাকার আসাদুলের মেয়ে ইউসুফ মতিয়ার রহমানের ছেলে। সোমবার সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

বগুড়ার সোনাতলা থানার ওসি রেজাউল করিম জানান, সোমবার দুপুরে সংবাদ পাওয়া যায় দুই শিশু নিখোঁজ হওয়ার। তাদের গ্রামের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে এলাকাবাসী। এক পর্যায়ে শিশু দুটির বাড়িসংলগ্ন পুকুরপাড়ে সাবান গামছা পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় তাদের মরদেহ ভেসে ওঠে। এরপর স্থানীয়রা পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কোনো একসময় দুই শিশু পুকুরে নেমে গোসল করার সময় পানিতে ডুবে মারা যায়। এদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে রাইয়ান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বড়পাঙ্গাসী গ্রামে ঘটনা ঘটে। রাইয়ান ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন জানান, ঢাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি বড়পাঙ্গাসীতে আসেন। গতকাল দুপুরে তার এসএসসি পরীক্ষার্থী ছেলে রাইয়ান বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে যায়। সেখানে গিয়ে অন্যদের সঙ্গে সে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। সময় রাইয়ানের বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে। পরে স্বজনরা খবর পেয়ে তাকে গভীর পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫