মুক্তির আগে অনলাইনে ‘ফাঁস’ পুরো সিনেমা

প্রকাশ: জুলাই ২৮, ২০২১

ফিচার ডেস্ক

কৃতি শ্যানন অভিনীত আসন্ন ছবি মিমি এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। মিনিট সেকেন্ডের ট্রেইলারে যেন গোটা গল্পটাই বলে দিয়েছিলেন পরিচালক। আর তারপর দর্শকের মন কেড়েছিল পরম সুন্দরী গানের জমাটি তাল। গ্রামের এক মেয়ের সারোগেসি পদ্ধতিতে মা হওয়া নিয়ে আবর্তিত হয়েছে লক্ষ্মণ উতেকার পরিচালিত মিমির গল্প। শুক্রবার (৩০ জুলাই) ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সোমবার (২৭ জুলাই) নেটফ্লিক্সে মুক্তি পেল কৃতি শ্যানন, পঙ্কজ ত্রিপাঠি অভিনীত মিমি।

উল্লেখ্য, নেটফ্লিক্স জিও সিনেমায় ৩০ জুলাই মিমির প্রিমিয়ার হওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির আগেই বিড়ম্বনা দেখা দেয় ছবি ঘিরে। মুক্তির কয়েকদিন আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে ছবি। বিভিন্ন টোরেন্ট সাইটে এরই মধ্যে দেখা যাচ্ছে পুরো ছবিটি। ফিল্মিঅ্যাপ, অনলাইনমুভিওয়াচেস, ১২৩মুভিসের মতো সাইটে মিমির ফুল এইচডি ভার্সনের দেখা মিলছে। তাই আগেভাগে ছবি রিলিজের সিদ্ধান্ত নিলেন পরিচালক দীনেশ ভিজান।

মিমি একটি সারোগেট মাদারের কাহিনী দেখাবে। সারোগেট মাদারের চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্যানন। কৃতি ছাড়াও মিমি ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, সাই তামহানকার, সুপ্রিয়া ত্রিপাঠি, মনোজ পাহয়া প্রমুখ। মিমি ২০১০ সালে তৈরি মারাঠি ছবি মালা আই ভাহায়চি থেকে অনুপ্রাণিত। এটি পরিচালনা করছেন লক্ষ্মণ উতেকার।

পাইরেসির সমস্যা বলিউডে নতুন নয়। এর আগেও অন্যান্য ছবির সঙ্গে বহুবার ধরনের সাইবার জালিয়াতি হয়েছে। সাইটগুলো ব্লক করে দেয়া হলেও অপরাধীরা ভিন্ন পন্থা অবলম্বন করেছে। আসল কাজের কাজ যে কিছুই হয়নি তা আবার প্রমাণিত। কিছুদিন আগে সালমান খানের রাধে সিনেমাও অনলাইনে লিক করে দেয়া হয়েছিল। সে ছবির প্রচারের সময়ও পাইরেসির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ভাইজান। এবারে কৃতি পঙ্কজের ছবির ক্ষেত্রেও একই ঘটনা ঘটল।

 

সূত্র: ডিএনএ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫