পতেঙ্গা সৈকতের অদূরে ডুবল ছোট জলযান

প্রকাশ: জুলাই ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

পতেঙ্গা সৈকতের অদূরে চট্টগ্রাম বন্দরের বহিনোর্ঙর এলাকায় জ্বালানি তেল সরবরাহকারী ছোট আকারের একটি জলযান ডুবে গেছে। মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনায় জলযানটির চারজন নাবিককে উদ্ধার করা হয়েছে।

সাগরে নোঙর করে রাখা একটি জাহাজে দুই হাজার ২০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে সুফলা। তীব্র স্রোত ও ঢেউয়ের মুখে ছোট জলযানটি ডুবে যায়। 

ডুবে যাওয়া জলযান সুফলা। পরিচালনা করছে সুফলা অয়েল সাপ্লাইয়ার কোম্পানি। বন্দর দিয়ে আসা জাহাজগুলোতে জ্বালানি তেল সরবরাহকারী হিসেবে তালিকাভূক্ত এই কোম্পানি। 

বন্দর সচিব মো. ওমর ফারুক বণিক বার্তাকে বলেন, উত্তাল ঢেউয়ের মুখে ছোট আকারের  জাহাজটি ডুবে যায়। এই জাহাজটির কারণে সাগরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫