টোকিও অলিম্পিক

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট থেকে রোমান সানার বিদায়

প্রকাশ: জুলাই ২৭, ২০২১

ক্রীড়া ডেস্ক

টোকিও অলিম্পিকে আর্চারির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের প্রথম রাউন্ডে আজ সকালে ব্রিটেনের টম হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে দেশকে আশা দেখাচ্ছিলেন রোমান সানা। যদিও এর কিছুক্ষণ পর পরের রাউন্ডেই বিদায় ঘটে তার। দ্বিতীয় রাউন্ডে তিনি ৬-৪-এ হেরেছেন কানাডা ক্রিস্পিন ডুয়েনাসের বিপক্ষে।

এর আগে মিশ্র দ্বৈতে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি শেষ ষোলোয় হেরেছেন কোরিয়ার প্রতিপক্ষের কাছে।

আর্চারিতে এখন দিয়া সিদ্দিকীর ব্যক্তিগত ইভেন্টের খেলা বাকি রয়েছে।   


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫