জাতীয় পতাকার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অহংকার ও গৌরবের —তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রকাশ: জুলাই ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক

তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলাদেশের জাতীয় পতাকার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আাামাদের অহংকার গৌরবের, যা জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করবে, মর্যাদা সমুন্নত রাখবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত লাল-সবুজের পতাকা জাতির শ্রেষ্ঠ অর্জন। পতাকা আমাদের উজ্জীবিত অনুপ্রাণিত করে, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। তারুণ্যের স্পর্ধিত অহংকার পতাকাকে পৃথিবীর পথে পথে তুলে ধরবে। বিশ্ববাসী অবাক বিস্ময়ে বলবে সাবাশ বাংলাদেশ!

মুরাদ হাসান গতকাল বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কারুশিল্পী সাইমন ইমরান হায়দারের ১৬ হাজার খাম দিয়ে তৈরি ২৪০ বর্গমিটারের -যাবত্কালের সর্ববৃহৎ বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। ২০ মিটার দৈর্ঘ্য ১২ মিটার প্রস্থের বিশালাকার পতাকার গ্রিনিচ বুকের অফিশিয়াল স্বীকৃতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি, ইতিহাসবিদ মুনতাসীর মামুন প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫