সিএমপিতে পুলিশের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’

প্রকাশ: জুলাই ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হয়েছে বডি ওর্ন ক্যামেরা এখন থেকে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার শরীরে এই ক্যামেরা চালু থাকবে। এর আগে ঢাকায় ট্রাফিক পুলিশ কার্যক্রম শুরু করলেও ঢাকার বাইরে প্রথমবারের মতো কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গতকাল পরীক্ষামূলকভাবে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করে নগরীর ডবলমুরিং থানা।

সিএমপির (পশ্চিম) উপকমিশনার মো. আব্দুল ওয়ারীশ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় আপাতত সিএমপির চার বিভাগের চার থানায় কার্যক্রম শুরু হচ্ছে। থানাগুলো হলো ডবলমুরিং, কোতোয়ালি, পাঁচলাইশ পতেঙ্গা। প্রত্যেক থানাকেই সাতটি করে ক্যামেরা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে ১৬ থানায় কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উদ্যোগ পুলিশকে ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে নেবে। এই ক্যামেরায় অডিও, ভিডিও ছবি ক্যাপচার করা যায়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা সম্ভব।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫