নতুন ওয়্যারওএস নিয়ে কাজ করছে গুগল ও স্যামসাং

প্রকাশ: জুলাই ২৫, ২০২১

বণিক বার্তা ডেস্ক

ওয়্যারেবল ডিভাইসের জন্য নতুন অপারেটিং সিস্টেম আনতে যাচ্ছে গুগল। ওয়্যারওএস থ্রি নামে বাজারে অপারেটিং সিস্টেম আনা হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। গুগলের ওয়্যারওএস থ্রি স্যামসাংয়ের টাইজেন সফটওয়্যারের সমন্বয়ে নতুন অপারেটিং সিস্টেম তৈরি করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

এক বিবৃতিতে গুগল জানায়, আমরা ওয়্যারওএসবাইগুগল স্যামসাংমোবাইলের সর্বোত্কৃষ্ট সমন্বয় ঘটাচ্ছি।

এক টুইটে গুগল জানায়, ওয়্যারেবল প্লাটফর্মে টাইজেন যুক্ত হলে অ্যাপসগুলো আরো দ্রুত চালু হবে, ব্যাটারি লাইফ আরো বৃদ্ধি পাবে এবং ডিভাইস টু অ্যাপস, ওয়াচ ফেসসহ বিভিন্ন বিষয়ে ব্যবহারকারীরা আরো বেশি সুবিধা পাবে।

ওয়্যারওএস বাজারে আনার বিষয়ে গুগল জানায়, ২০২২ সালের দ্বিতীয়ার্ধে নির্ধারিত স্মার্টওয়াচের জন্য অপারেটিং সিস্টেমের আপডেট বাজারে ছাড়া হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫