ইন্দোনেশিয়ার গম আমদানি হ্রাসের পূর্বাভাস

প্রকাশ: জুলাই ২৫, ২০২১

বণিক বার্তা ডেস্ক

ইন্দোনেশিয়ার গম আমদানি হ্রাসের পূর্বাভাস মিলেছে। গবাদি পশুর খাদ্য হিসেবে কৃষিপণ্যটির ব্যবহারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। মূলত কারণেই বিশ্ববাজার থেকে গম ক্রয়ের পরিমাণ কমছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস ডিপার্টমেন্ট তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ায় প্রতি বছর যে পরিমাণ গম উৎপাদন হয় তা দিয়ে দেশীয় চাহিদা মেটানো সম্ভব নয়। ফলে দেশটি আন্তর্জাতিক বাজার থেকে বড় পরিসরে গম আমদানি করে থাকে। তবে ২০২০-২১ বিপণন মৌসুমে দেশটির গম আমদানি কমে ৯৫ লাখ টনে নেমে আসতে পারে। এর আগের মৌসুমে ইন্দোনেশিয়া এক কোটি টন গম আমদানি করেছিল। এদিকে ২০২১-২২ মৌসুমে আমদানির যে পূর্বাভাস দেয়া হয়েছিল তাও কমিয়ে এনেছে ইউএসডিএ। প্রতিষ্ঠানটি বছরের শুরুতে কোটি লাখ ৫০ হাজার টন গম আমদানির পূর্বাভাস দিয়েছিল। কিন্তু নতুন পূর্বাভাসে তা কমে কোটি লাখ টনে নেমে এসেছে।

তবে ২০২০-২১ এবং ২০২১-২২ বিপণন মৌসুমে ইন্দোনেশিয়ার ভুট্টা আমদানি বাড়ার সম্ভাবনা রয়েছে। ইউএসডিএ জানায়, ২০২০-২১ মৌসুমে দেশটির ভুট্টা আমদানি বেড়ে নয় লাখ টন ২০২১-২২ মৌসুমে ১৩ লাখ টনে উন্নীত হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫