চলে গেলেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর

প্রকাশ: জুলাই ২৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একাত্তরের কণ্ঠযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীর। ঢাকার ইউনাইটেড হাসপাতালে গত চারদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরেণ্য শিল্পীর মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন।

ফকির আলমগীরের বয়স হয়েছিল ৭১ বছর। ফুসফুসের পাশাপাশি রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শঙ্কিত ছিলেন চিকিৎসকরা। তার মধ্যেই রাত সাড়ে ৯টার দিকে হার্ট অ্যাটাক হলে মৃত্যুর কোলে ঢলে পড়েন একুশে পদক পাওয়া শিল্পী ফকির আলমগীর।

গত ১৪ জুলাই সংগীত শিল্পীর নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শ্বাসকষ্ট বাড়তে থাকলে পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিল্পীর ছেলে মাশুক আলমগীর রাজিব জানান, কখন কোথায় দাফন হবেসে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, সরকারের তরফ থেকে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ফকির আলমগীর ক্রান্তি শিল্পীগোষ্ঠী গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শামিল হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫