করোনায় ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেনের মৃত্যু

প্রকাশ: জুলাই ২৪, ২০২১

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান উপপরিচালক আবুল হোসেন মারা গেছেন। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ২২ জুলাই তার মৃত্যু হয়।

আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। তিনি আবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রয়াত আবুল হোসেন ১৯৮৩ সালের ডিসেম্বর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে স্টেশন অফিসার হিসেবে যোগ দেন। ২০১৭ সালে তিনি উপপরিচালক পদে পদোন্নতি লাভ করেন এবং ২০২০ সালের জানুয়ারি থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পালন করছিলেন। আগামী অক্টোবর তার অবসরে যাওয়ার কথা ছিল। তিনি এক ছেলে তিন মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫