প্রধানমন্ত্রী আম পাঠালেন ইমরান খানকে

প্রকাশ: জুলাই ২৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছার নিদর্শন হিসেবে এক হাজার কেজি হাঁড়িভাঙা আম পাঠানো হয়েছে গতকাল সরকারের এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়েছে

বিবরণীতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার আমগুলো কোরবানির ঈদের দিনে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পৌঁছে দেয়া হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে আমগুলো হস্তান্তর করা হয় সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে

এর আগে ১৯ জুলাই মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৫০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আয়েশা শান সাকিরের কাছে এসব আম হস্তান্তর করেন

এছাড়া মাসের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় এক ট্রাক হাঁড়িভাঙা আম পাঠানো হয় বেনাপোল বন্দর দিয়ে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারতে উপহার পাঠানো হয়

কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে নিয়োজিত প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের আম গ্রহণ করে সে সময় ভারতীয় প্রতিনিধির কাছে হস্তান্তর করেন

এর আগে ভারতকে করোনা প্রতিরোধে সহায়ক পাঁচ ট্রাক চিকিত্সাসামগ্রী উপহার দেয় বাংলাদেশ এছাড়া ইলিশ রফতানি বন্ধ থাকলেও প্রতি বছর পূজার সময় বাংলাদেশ থেকে ভারতে বিপুল পরিমাণে ইলিশ উপহার হিসেবে পাঠানো হয়


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫