সিরাজগঞ্জে এক রাতে বন্ধ হলো চার বাল্যবিবাহ, জরিমানা

প্রকাশ: জুলাই ২৪, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচিতে একই রাতে অভিযান চালিয়ে চারটি বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সময় ৪০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর মাইঝাইল এবং দৌলতপুর ইউনিয়নের আটার দাগ শোলাকুড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব বাল্যবিবাহ বন্ধ করা হয়।

গতকাল দুপুরে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে নবম শ্রেণীর ছাত্রী, এরপর একই ইউনিয়নের মাঝাইল গ্রামে দশম শ্রেণীর ছাত্রী, পরে দৌলতপুর ইউনিয়নের আটারদাগ গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী একই ইউনিয়নের শোলাকুড়া গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রীর বিয়ে বন্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন, চারটি বিয়েতেই কনে অপ্রাপ্ত বয়স্ক ছিল। এসব বাল্যবিবাহের আয়োজন করায় বর কনের অভিভাবকদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫