টাঙ্গাইলে পিকনিকের লঞ্চ ডুবি

প্রকাশ: জুলাই ২২, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলের বাসুলিয়ায় ৩৮জন যাত্রী নিয়ে একটি পিকনিকের লঞ্চ ডুবে গেছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি৷ 

 

লঞ্চযাত্রী নূর আলম জানান, ঈদ উপলক্ষে  সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের ৩৮জন বন্ধু মিলে একটি পিকআপভ্যান ও সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে পিকনিক স্পট বাসুলিয়ায় (চাপড়া বিল) বেড়াতে যান। পরে তারা সেখানে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্নস্থানে ঘোরেন। সাউন্ড সিস্টেমে গানের তালে তালে নাচানাচির এক পর্যায়ে লঞ্চটি হঠা করে ডুবে যায়। 

 

পরে অন্যান্য নৌকার যাত্রীদের সহযোগিতায় সবাই তীরে উঠে আসতে সক্ষম হন। কেউ নিখোঁজ নেই। সবাই সুস্থ আছে।

 

বাসাইল থানার ওসি হারুনুর রশিদ জানিয়েছেন, যাত্রীরা সবাই সুস্থ আছেন। লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫