২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রত্যাশা ডিএসসিসি মেয়রের

প্রকাশ: জুলাই ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাভুক্ত এলাকা থেকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হবে বলে আশা করছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বুধবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমি আশা করি ঢাকাবাসী অত্যন্ত সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন, নিয়ম মেনে পশু কোরবানি দেবেন। আমাদের পরিচ্ছন্ন-কর্মী, বর্জ্য সংগ্রহকারীর বিশাল জনবল আজ থেকে কাজ করবে। আপনাদের কোরবানির বর্জ্য তাদের হাতে দেবেন, যাতে করে আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা শহর থেকে সকল বর্জ্য অপসারণ করতে পারি।

একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী ঢাকাবাসীকে উপহার দেয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশবাসীকে ঈদ-উল-আযহা'র শুভেচ্ছা জানান ঢাকা দক্ষিণের মেয়র।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫