বরিশাল বিশ্ববিদ্যালয়

আটকে পড়া শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাড়ি পাঠানো শুরু

প্রকাশ: জুলাই ১৬, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

কঠোর লকডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া শিক্ষার্থীদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাড়ি পাঠানো শুরু করেছে কর্তৃপক্ষ। লকডাউন শিথিল করায় গতকাল প্রথম দিন সকালে বরগুনা, বাগেরহাট, যশোর এবং নাটোর-বগুড়া রংপুরের উদ্দেশে মোট ছয়টি বাস ছেড়ে যায়। আজ দ্বিতীয় দিন বিভিন্ন রুটে আরো ১২টি বাস ছেড়ে যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর . সুব্রত কুমার দাস।

তিনি জানান, সশরীরে পরীক্ষা দিতে এসে কঠোর লকডাউনে আটকে পড়েছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব পরিবহন ব্যবস্থায় তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিবহন ব্যবস্থায় বাড়ি ফেরা শিক্ষার্থীদের জন্য পাঁচ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এগুলো হলো বাসে ওঠার সময় শিক্ষার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে, বাসে ওঠার আগে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে নিতে হবে এবং কারো করোনা উপসর্গ থাকলে তার যাত্রা পরিহার করতে হবে, যাত্রাকালীন অবস্থায় নাক-মুখ ঢেকে রেখে মাস্ক পরিধান বাধ্যতামূলক, বড় লাগেজ ব্যাগ পরিহার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের বাসে মালপত্র লাগেজ পরিবহনের জন্য বক্স সুবিধা না থাকায় ব্যাগ সঙ্গে রাখতে হবে এবং পথিমধ্যে চালকের মনোযোগ নষ্ট হতে পারে এমন    কর্মকাণ্ড (গান-বাজনা নাচানাচি ইত্যাদি) পরিহার করতে হবে।

লকডাউনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাড়ি ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫