দুই ভাষায় নির্মিত ‘গোর’ আসছে টিভি পর্দায়

প্রকাশ: জুলাই ১২, ২০২১

ফিচার প্রতিবেদক

লস অ্যাঞ্জেলেসের উত্তর হলিউড এলাকার লেমলে প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পাওয়া বাংলাদেশের সিনেমা গোর। আমেরিকার সিনেমা হলে সাতদিনে টানা ২১টি শো চলে সিনেমার। বাংলা ইংরেজি ভাষায় নির্মিত গাজী রাকায়েতের পরিচালনায় প্রতীক্ষিত সিনেমাটি এবার আসছে দেশের টেলিভিশনে। চ্যানেল আইয়ে গোর (দ্য গ্রেভ) সিনেমাটি দর্শক দেখতে পারবেন ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে।

গোর ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম কোনো ছবি, যা বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বছরের মে মাসে সাতদিনে টানা ২১টি শো চলেছে সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবিটির।

পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন গাজী রাকায়েত। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর গাজী রাকায়েত। পরিবেশনায় ইমপ্রেস টেলিফিল্ম।

দুই ভাষায় নির্মিত ছবির চূড়ান্ত শুটিংয়ে যাওয়ার আগে বেশ সময় নিয়ে হয়েছে মহড়া। একজন গোরখোদকের জীবনের গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন গাজী রাকায়েত। আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, দীপান্বিতা মার্টিন, শামীমা তুষ্টি প্রমুখ।

গোরখোদকের গল্প নিয়ে এর আগে নির্মিত হয়েছিল নাটক। গাজী রাকায়েতের চিত্রনাট্য অভিনয়ে ১৯৯৭ সালে গোর নামে ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। সেটি প্রচার হয়েছিল ১৯৯৮ সালে। পরের বছর প্রথমবার আয়োজিত মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছিলেন লাভলু। নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন বিপাশা হায়াত। ওই গল্পটিকে সিনেমার উপজীব্য করেই চলচ্চিত্র নির্মাণ করছেন গাজী রাকায়েত।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫