ভারতে কভিড সংক্রমণ আবারো বেড়েছে

প্রকাশ: জুলাই ০৭, ২০২১

বণিক বার্তা অনলাইন

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৩ হাজার ৭৩৩ জনের কভিড শনাক্ত হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আরো ৯৩০ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ৩৪ হাজার ৭০৩ জন শনাক্তের মধ্য দিয়ে শনাক্তের সংখ্যা রেকর্ড পরিমাণ কমার পরে মঙ্গলবার তা অনেকটাই বেড়েছে। খবর এনডিটিভি।

গত বছরের প্রথম দিকে কভিড শুরুর পর থেকে পর্যন্ত দেশটিতে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা লাখ হাজার ছাড়ানোর রেকর্ড হয়েছে।

বর্তমানে ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে লাখ ৫৯ হাজারে দাঁড়িয়েছে। মোট সংক্রমণের বিপরীতে বর্তমানে করোনা আক্রান্তের হার দশমিক শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৭ হাজার রোগী সুস্থ্য হয়ে উঠেছেন। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা কোটি ৯৭ লাখ। গত ৫৫ দিন ধরে দেশটিতে কভিড থেকে সুস্থ্য হওয়ার সংখ্যা দৈনিক শনাক্তের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে।

বর্তমানে করোনা থেকে আরোগ্যের হার বেড়ে ৯৭ দশমিক ১৮ শতাংশে দাঁড়িয়েছে। দৈনিক শনাক্তের হার দশমিক ২৯ শতাংশ।

শনাক্তের হার পাঁচ শতাংশের নীচে থাকাকেসেফ জোন হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

এদিকে মঙ্গলবার কেরালায় নতুন করে ১৪ হাজার ৩৭৩ জনের কভিড শনাক্ত হয়েছে, যা রাজ্যের সংক্রমণ বৃদ্ধির একটি ধারাবাহিকতা। বর্তমানে রাজ্যটিতে লাখ মানুষ করোনা আক্রান্ত রয়েছে। কেরালার পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে মহারাষ্ট্র।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫