দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশ: জুলাই ০৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে আইএফআইসি ব্যাংক নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

আইএফআইসি ব্যাংক লিমিটেডের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে এএ স্বল্পমেয়াদে ব্যাংকটির রেটিং এসটি-, যা স্থিতিশীল অবস্থাকে নির্দেশ করে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী আনুষঙ্গিক তথ্যের ভিত্তিতে রেটিং করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে এএ+ স্বল্পমেয়াদে ব্যাংকটির রেটিং এসটি-, যা স্থিতিশীল অবস্থাকে নির্দেশ করে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী চলতি হিসাব বছরের ২৮ জুন পর্যন্ত আনুষঙ্গিক তথ্যের ভিত্তিতে রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)

৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ৭৪ পয়সা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫