আরবিআইএমসিও ফান্ডের সাবস্ক্রিপশন শুরু আজ

প্রকাশ: জুলাই ০৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক

বে-মেয়াদি আরবিআইএমসিও বিজিএফআই ফান্ডের প্রাথমিক সাবস্ক্রিপশন আজ থেকে শুরু হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ সরকারি পুঁজিবাজারের সিকিউরিটিজে বিনিয়োগ করবে ফান্ডটি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত- উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৭০তম কমিশন সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে রয়েল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড কোটি টাকা দেবে। আর বাকি কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা। বে-মেয়াদি এই ফান্ডের আকার অসীম। ফান্ডের অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ বিভিন্ন সরকারি সিকিউরিটিজ যেমন বাংলাদেশ ব্যাংক বিলস, ট্রেজারি বিলস, ট্রেজারি নোটস ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা যাবে। বাকি ২০ শতাংশ অর্থ পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। বিনিয়োগের বিপরীতে বার্ষিক -১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন অর্জনের লক্ষ্যমাত্রা রয়েছে ফান্ডটির।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫