ভারত থেকে বাংলাদেশীরা সপ্তাহে তিন দিন ফিরতে পারবেন

প্রকাশ: জুলাই ০৪, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

ভারত থেকে সপ্তাহে তিন দিন পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরতে পারবেন রোববার, মঙ্গলবার, বুধবার তিন দিন ভারত থেকে ফেরা যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বেনাপোল ইমিগ্রেশনে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব

করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণের সময়সীমা সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিপত্র করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা ভারতে এসব বিধি বিধান মেনে যেতে পারবেন গত মে এক নির্দেশনায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যাত্রী যাতায়াতের সময়সীমা নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় মন্ত্রণালয় স্থলপথে ভারত ভ্রমণে গত ২৩ এপ্রিল নিষেধাজ্ঞা জারি করেছিল

এর আগে ১৬ মার্চ থেকে কোনো বাংলাদেশি পাসপোর্টধীরী যাত্রী বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি হয় শুধু ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা দেশে প্রবেশ করতে পারবে সে দেশে বাংলাদেশের দূতাবাস থেকে অনুমতি সাপেক্ষে এবং করোনা সনদ নিয়ে

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫