আগামীকাল পুঁজিবাজার বন্ধ, সোমবার থেকে প্রতিদিন ৩ ঘন্টা লেনদেন

প্রকাশ: জুন ৩০, ২০২১

বণিক বার্তা অনলাইন

করোনা সংক্রমণের লাগাম টানতে সরকারের জারি করা কঠোর লকডাউনে পুঁজিবাজার খোলা থাকবে। ঘোষিত বিধি-নিষেধের মধ্যে পুঁজিবাজারে সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত লেনদেন চলবে।

বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে ব্যাংক খোলা থাকবে। এরই প্রেক্ষিতে দেশের পুঁজিবাজারও খোলা রাখা হবে।

লকডাউনে ব্যাংক লেনদেনের সময় সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তাই পুঁজিবাজারের লেনদেনে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে। এর মধ্যে প্রি-ওপেনিং সেশন সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে ১০ টা এবং পোস্ট- ক্লোজিং সেশন ১টা থেকে ১ টা ১৫ মিনিট।

উল্লেখ্য, লকডাউনে ব্যাংকের সাপ্তাহিক বন্ধ তিন দিন নির্ধারণ করা হয়েছে। শনি,শুক্র সহ রোববারও সাপ্তাহিক বন্ধ থাকবে। সেই সাথে পুঁজিবাজারেও সাপ্তাহিক ছুটি তিনদিন হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫