মগবাজারের ভবনে বিস্ফোরণ: নিহত ৭, আহত অর্ধশতাধিক

প্রকাশ: জুন ২৭, ২০২১

বণিক বার্তা অনলাইন

রাজধানীর মগবাজারের একটি ভবনে বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ নেরও বেশি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার সন্ধ্যায় মগবাজার ওয়ারলেস গেট এলাকাএকটি ভবনে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

তবে, কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায় নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বণিক বার্তাকে বলেন, এ ঘটনায় হাসপাতালে আনার আগেই তিন জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট এবং ঢাকা মেডিকেলে দগ্ধ ৩২ জন ভর্তি রয়েছেন।

রমনা থানার ডিউটি অফিসার আবুল খায়ের বণিক বার্তাকে বলেন, বিস্ফোরণে ভবনটির দ্বিতীয় ও প্রথম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাস্তায় থাকা কয়েকটি যানবাহনের যাত্রী ও পথচারী আহত হয়েছেন। অন্তত ৩৬ জনকে মগবাজারের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


ছবি: মো. মানিক



 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫