মিয়ামিতে ভবন ধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ৫

প্রকাশ: জুন ২৭, ২০২১

বণিক বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ভবন ধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। স্থানীয় মেয়র ডেনিয়েলা লেভিন কাভা জানিয়েছেন, এখনো প্রায় ১৫৬ জন বাসিন্দা নিখোঁজ আছেন। খবর বিবিসি।

 

তিনি সাংবাদিকদের বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রেখে জীবন বাঁচানোকেই আমরা এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

 

স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে ১২ তলা ভবনের একাংশ ধ্বসে যায়, এসময় ভবনটির অনেকেই ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনার কারন সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায় নি।

 

তবে, গত শনিবার ২০১৮ সালে তৈরী করা প্রকৌশলীদের একটি রিপোর্ট জনসমক্ষে আসে। যেখানে বলা হয়, চ্যাম্পলিন টাওয়ারটির মূল নকশায় বড় ধরনের ভুল ছিল।

 

এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তার প্রস্তাব জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন দি সান্তিস এর কাছে।

 

জো বাইডেন বলেন, সার্ফসাইডে কমিউনিটিতে যারা প্রিয়জন হারিয়েছেন আমি তাদের সঙ্গে আছি। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত আমি দুশ্চিন্তায় আছি।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫