প্রথম ‘ন্যানো ফ্যাক্টরি’ চালু করেছে ইউনিলিভার

প্রকাশ: জুন ২৪, ২০২১

বণিক বার্তা অনলাইন

কারখানার কথা ভাবলেই কল্পনায় এমন ছবি ভেসে ওঠে, যেখানে বিশাল একটি চিমনি থাকবে যার মুখ দিয়ে অনবরত ধোঁয়া বের হবে কিন্তু বহুজাতিক কোম্পানি ইউনিলিভার এমন একটি শিপিং কন্টেইনার তৈরী করেছে, যার মধ্যে পণ্য উৎপাদনের সব কাজ করা যাবে। খবর সিএনএন।

বিশ্বের ৬৯টি দেশে ইউনিলিভারের তিনশোবেশি কারখানা রয়েছে। তবে এটিই প্রথম পরীক্ষামূলক কারখানা, যেটিকে বলা হচ্ছে ন্যানো বা ভ্রাম্যমাণ  কারখানা।

ম্যাস প্রোডাকশন লাইনের কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করতে হয়একই সুবিধা নিয়ে কিভাবে কমসংখ্যক পণ্য উৎপাদন করা যায় সে জন্য নতুন এই আইডিয়া নিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে, মৌসুমি চাহিদা পূরণের এই পরিকল্পনাটি অপব্যয় ও অকার্যকর উদ্যোগে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ।

ইউনিলিভার জানিয়েছে, ৪০ ফুট সাইজের কন্টেইনারটি কার্গো জাহাজ অথবা ট্রাকে করে যেকোনো জায়গায় স্থানান্তর করা যাবে। পানি এবং বিদ্যুৎ সুবিধা পেলে যে কোনো স্থানে বসেই এটি উৎপাদন শুরু করতে পারবে।

বর্তমানে ন্যানো কারখানাটি নেদারল্যান্ডসে আছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার মধ্যে এটি তরল বুলন (এক ধরনের স্যুপ) উৎপাদন করেছে, যা রান্নার পর বোতলে রাখা যায়

প্রতি আট ঘণ্টার শিফটে কারখানাটিতে ৩০০ টন স্যুপ  তৈরী করা যায় বলে জানিয়েছে ইউনিলিভার


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫