দিল্লিতে জুতার কারখানায় আগুন, ৬ কর্মী নিখোঁজ

প্রকাশ: জুন ২১, ২০২১

বণিক বার্তা অনলাইন

ভারতের দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুতার কারখানা পুড়ে গেছে। সোমবার সকালে রাজধানীর পিরাগড়ি নগরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩১ টি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করছে। এ ঘটনায় কোন হতাহতের খবর না পাওয়া গেলেও কারখানার অন্তত ৬জন কর্মী নিখোঁজ রয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস।

দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গরগ গণমাধ্যমকে বলেন, কারখানা মালিক জানিয়েছেন তার ছয় কর্মী নিখোঁজ রয়েছেন। মোবাইলে কল দিয়েও তাদের পাওয়া যাচ্ছে না।

অতুল গরগ বলেন, আগুনের ভয়াবহতা অনেক বেশি, অগ্নিনির্বাপন প্রক্রিয়া শেষ করতে সন্ধ্যা লেগে যেতে পারে। হতাহতের বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছি আমরা, তবে  এখন পর্যন্ত কোন মরদেহের সন্ধান মেলেনি।

 

তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে সকাল ৮ টা ২২ মিনিটে ফোন আসে। তাৎক্ষণিকভাবে, ফায়ার সার্ভিসের ২৪ টি ইউনিট ঘটনাস্থলে যায়, আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে আরো ৭ টি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। এখনো অগ্নি নির্বাপন কার্যক্রম চলছে।

 

পুলিশের ডেপুটি কমিশনার (আউটার) পারমিন্দর সিং বলেন, ভবনে একটি জুতার গোডাউনও আছে। ঘটনাস্থলে দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, আমরা ধারণা করছি ভেতরে পাঁচ থেকে ছয়জন মানুষ আছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫