ভারতে তিন মাসের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্ত ও মৃত্যু

প্রকাশ: জুন ২১, ২০২১

বণিক বার্তা অনলাইন

ভারতে করোনা পরিস্থিতি ধারাবাহিকভাবে উন্নতি করছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫ হাজার ২৫৬ জনের কভিড শনাক্ত হয়।  করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর ৮৮ দিনের মধ্যে এটি সর্বনিম্ন দৈনিক শনাক্ত। খবর এনডিটিভি।

একই সময় দেশটিতে আরও ১ হাজার ৪২২ জন কভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। এদের নিয়ে মোট মৃত্যুর সংখ্যা তিন লাখ ৮৮ হাজার ১৩৫ জনে দাঁড়িয়েছে। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে ভারত।

দেশটিতে টানা ৩৯ দিন ধরে সুস্থ হওয়া রোগীর চেয়ে নতুন সংক্রমণ কম পাওয়া যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৮ হাজার ১৯০ জন রোগমুক্ত হয়েছেন।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমে আসতে থাকায় দিল্লি সরকার সোমবার থেকে বার খোলার অনুমতি দিয়েছে পাশাপাশি রেঁস্তোরা খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে। এছাড়া পার্ক, বাগান, গলফ ক্লাব ও উন্মুক্ত স্থানে যোগব্যায়ামের ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

এদিকে, দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যে লকডাউনের মেয়াদ ২৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়ার ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে।

অপরদিকে, ভারতের বিহার, মহারাষ্ট্রসহ অন্তত ছয়টি রাজ্যে মহামারীতে মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবে উঠে আসেনি বলে অভিযোগ উঠেছে

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫