ইনডেন্টিং সার্ভিসেসের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার চায় বিআইএএ

প্রকাশ: জুন ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদক

ইনডেন্টিং সার্ভিসেসের ওপর আরোপিত শতাংশ ভ্যাট অনতিবিলম্বে প্রত্যাহারসহ উৎসেকর অন্যান্য রফতানিকারকের মতো শূন্য দশমিক শতাংশ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ)

২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় এমনটা জানায় সংগঠনটি তারা বলে, বর্তমানে ইনডেন্টিং সার্ভিসেস রফতানি খাত হওয়া সত্ত্বেও ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে ইনডেন্টিং সার্ভিসেসের ওপর শতাংশ ভ্যাট আরোপ করা হয়, যা বিদ্যমান মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর পরিপন্থী এছাড়া ইনডেন্টিং রফতানি আয়ের পরিমাণ ২৫ লাখ টাকার কম হলে শতাংশ এবং ২৫ লাখ টাকার বেশি হলে শতাংশ হারে উৎসেকর কর্তন করা হয়, যা অন্যান্য রফতানি খাতের মতো শূন্য দশমিক শতাংশ হওয়ার কথা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫