৫৫০ কোটি পাউন্ডের টেকওভার প্রস্তাব প্রত্যাখ্যান মরিসনসের

প্রকাশ: জুন ২১, ২০২১

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাজ্যের সুপারমার্কেট চেইন মরিসনস যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি ইকুইটি প্রতিষ্ঠানের দেয়া ৫৫০ কোটি পাউন্ডের টেকওভার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটির নাম ক্লেটন, ডাবিলিয়ার অ্যান্ড রাইস (সিডিঅ্যান্ডআর) খবর বিবিসি

মরিসনস যুক্তরাজ্যের চতুর্থ বৃহত্তম সুপারমার্কেট এর মোট কর্মীর সংখ্যা লাখ ১৮ হাজার তারা বলছে, প্রস্তাবটির মাধ্যমে তাদের প্রতিষ্ঠানকে চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে এক বিবৃতিতে মরিসনস জানায়, প্রস্তাবটি নিয়ে নিজেদের আর্থিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছে তারা সব মিলিয়ে তারা মনে করছে, প্রস্তাবটি মরিসনস তাদের ভবিষ্যৎ সম্ভাবনার জন্য ভালো কিছু বয়ে আনবে না

এর আগে সিডিঅ্যান্ডআর ডিসকাউন্ট শপ চেইন বিঅ্যান্ডএমের ওপর বিনিয়োগ করেছিল সেখান থেকে তারা ১০০ কোটি পাউন্ডের বেশি আয় করেছে বিশ্বের সবচেয়ে বড় টেকওভার প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয় সিডিঅ্যান্ডআরকে কয়েক বছরে যুক্তরাজ্যের অনেক প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ নিলাম হেঁকেছিল তারা

বিবিসির বিজনেস করেসপনডেন্ট কেটি প্রেসকোট বলেন, টেকওভার কার্যক্রমের আকস্মিক প্রবাহকে আসলে উৎসাহ দিচ্ছে যুক্তরাজ্যের ব্যবসাগুলোর তুলনামূলক কম দামের শেয়ার বছর সিডিঅ্যান্ডআর যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠান ইউডিজিকে ২৮০ কোটি পাউন্ডের বিনিময়ে টেকওভার করে নিচ্ছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫