আসছে আসিফ আকবরের জীবনী

প্রকাশ: জুন ১৯, ২০২১

ফিচার প্রতিবেদক

কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবন মানেই বিতর্ক, রোমাঞ্চকর উত্থান-পতনের গল্প। সেসব গল্প অনেক ফিকশনকেও হার মানায়। কণ্ঠশিল্পী হিসেবে আসিফের উত্থান, রাজনীতির মঞ্চে আবির্ভাব কিংবা মামলা মাথায় নিয়ে হাজতবাসএসবই যেন আসিফ আকবরের বর্ণিল জীবনের প্রতিবিম্ব।

শিল্পী আসিফ আকবরের সেই বর্ণিল জীবনের গল্প এক মলাটে প্রকাশ হতে যাচ্ছে শিগগিরই। শিল্পীর জীবনী লিখছেন সাংবাদিক, লেখক সোহেল অটল।

সম্পর্কে সোহেল অটল বলেন, গল্প লেখক হিসেবে শিল্পী আসিফ আকবরের জীবনের ঘটনাপ্রবাহ আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। তার জীবনের পরতে পরতে রোমাঞ্চকর বিষয়াদি রয়েছে। যা একজন ফিকশন রাইটার হিসেবে আমাকে উদ্বুদ্ধ করেছে জীবনী গ্রন্থ লিখতে। অন্যদিকে শিল্পী আসিফ আকবর সমাজের আলোচিত সেলিব্রিটি। তার জীবনের না-বলা ঘটনাপ্রবাহের প্রতি সাধারণ মানুষেরও আগ্রহ রয়েছে। সত্যি বলতে জীবনী গ্রন্থে এমন কিছু থাকছে, যা অনেককেই চমকে দিতে পারে।

বই কবে নাগাদ বাজারে আসবে জানতে চাইলে লেখক সোহেল অটল বণিক বার্তাকে বলেন, আসিফ আকবরের জীবন কর্মের পরিধি যেমন বিশাল, বইটাও বড় পরিসরে আসবে। আগামী বইমেলাকে টার্গেট নিয়ে এগোচ্ছি। আশা করি মেলার আগেই চলে আসবে।

তবে কোন প্রকাশনী থেকে আসবে সেটা এখনই জানাতে চান না তিনি।

বিষয়ে শিল্পী আসিফ আকবর বলেন, নানান সময়ে পত্রপত্রিকা কিংবা টেলিভিশন ইন্টারভিউয়ে আমার জীবনের খণ্ডিত অংশ উঠে এসেছে। সবসময় সব কথা বলতেও পারিনি। বলা যায়ও না। এবার মনে হলো জীবনী গ্রন্থে সেসব অজানা গল্প লিপিবদ্ধ হয়ে থাকুক। সোহেল অটল বেশ ভালো লেখেন। তাকেই এটা লেখার উপযুক্ত মনে হয়েছে আমার।

উল্লেখ্য, সাংবাদিক সোহেল অটলের লেখা তিনটি গল্পগ্রন্থ এর আগে প্রকাশিত হয়েছে। সেগুলো হলো প্যারানরমাল প্লট (ছোটগল্প সংকলন), লুসি তার প্রেমিকেরা (ছোটগল্প সংকলন) ছায়ামানবী (রহস্যগল্প)


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫