গাজীপুর-ঢাকা সড়কপথে ভোগান্তি

বন্ধ থাকা তিন ট্রেন চালু হচ্ছে

প্রকাশ: জুন ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা-গাজীপুর অংশে যানজট লেগেই থাকে। ২০১৬ সালের পর থেকে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ শুরুর পর যানজট আরো বেড়ে যায়। সাম্প্রতিক বর্ষায় যানজট আরো তীব্র আকার ধারণ করায় জনদুর্ভোগ বেড়েছে। দুর্ভোগ লাঘবের জন্য তিনটি লোকাল ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ২০ জুন থেকে তুরাগ এক্সপ্রেস, টাঙ্গাইল কালিয়াকৈর কমিউটার ট্রেনগুলো স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে। করোনাভাইরাসের বিস্তার রোধের লক্ষ্যে ট্রেনগুলো এতদিন বন্ধ ছিল।

গতকাল বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাব এবং ঢাকা বিআরটি প্রকল্পের চলমান কাজের কারণে জয়দেবপুর-ঢাকার মধ্যে সড়কপথে যাত্রী চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে। এতে যাত্রীরা যাতায়াতে দুর্ভোগে পড়ছেন। যাত্রী দুর্ভোগ লাঘবের জন্য তুরাগ এক্সপ্রেস (, , , ), টাঙ্গাইল কমিউটার ( ) কালিয়াকৈর কমিউটার ট্রেনগুলো চলাচল করবে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনগুলো বন্ধ হওয়ার আগে যে সময়সূচিতে চলাচল করত, ২০ জনু থেকে একই সময়সূচিতেই চলবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫