বর্তমানে ভোজ্যতেলের দাম কমার কোনো সুযোগ নেই —বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: জুন ১৮, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, রংপুর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে দেশীয় ভোজ্যতেলের চাহিদার শতকরা ৯৫ ভাগই আমদানি করা হয় ফলে দেশে তেলের দাম কমার কোনো সুযোগ নেই বর্তমানে ভোজ্যতেলের দাম সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে তাই ভোজ্যতেল ক্রেতাসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে টিসিবির সক্ষমতা বাড়ানো হচ্ছে গতকাল সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী এর আগে বুধবার দুদিনের সফরে রংপুর পৌঁছান তিনি

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে নির্মাণসামগ্রীর দামও বেড়েছে তাই দেশে নির্মাণসামগ্রীর দাম কমারও সুযোগ কম রডের দাম বৃদ্ধি পাওয়ায় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অবকাঠামোগত উন্নয়নে ধীরগতি আসতে পারে

টিপু মুনশি আরো বলেন, করোনার ক্রান্তিতে দেশে আমদানি-রফতানি খাতে ৪৮ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছিল আমরা ৪৬ বিলিয়ন ডলার অর্জন করতে পেরেছি, যা লক্ষ্যমাত্রার শতকরা ৯৬ ভাগ গত বছর থেকে এখন পর্যন্ত গার্মেন্টস সেক্টরে ১২ শতাংশ উন্নয়ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

অন্য প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তিস্তা উত্তরের মানুষের জীবনরেখা তিস্তা বাঁচানো মানে আমাদের মানুষকে বাঁচানো তিস্তা নিয়ে প্রধানমন্ত্রীর দরদ আছে, দৃষ্টিও আছে এজন্য সাড়ে হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে আশা করছি, দ্রুতই তিস্তা নদী শাসনের কাজ শুরু হবে এরই মধ্যে দু-তিনবার কেবিনেটে আলোচনা করা হয়েছে সামান্য কিছু সমস্যা তৈরি হয়েছে আমি নিজে তিস্তা নদী শাসনের কাজ শুরু করতে কথা বলব তিস্তা নদী শাসন হলে আমরা তিস্তার দুই ধারে শিল্প-কারখানা স্থাপন করব এবং তিস্তার দুই তীরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করব


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫