সিলেটে মতবিনিময় সভায় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

১০ মাত্রার ভূমিকম্পের প্রস্তুতি নিতে হবে

প্রকাশ: জুন ১৮, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট

ত্রাণ দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ভূমিকম্প হচ্ছে এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার পূর্ভাভাস দেয়ার উপায় এখনো বের হয়নি ভূমিকম্প ঠেকানোরও কোনো উপায় নেই তবে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি আমরা চাইলেই কমিয়ে আনতে পারি

তিনি বলেন, ১০ রিখটার স্কেলে ভূমিকম্প হলেও যাতে কোনো মানুষ না মরে, কোনো ভবন ক্ষতিগ্রস্ত না হয়, রকম প্রস্তুতি আমাদের নিতে হবে এটা সম্ভব তা দেখিয়ে দিয়েছে জাপান জাপান এখন ভূকিম্পসহনীয় দেশে পরিণত হয়েছে

গতকাল সিলেটে ভূমিকম্প ঝুঁকিহ্রাস বিষয়ক অবহিতকরণ সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দফায় দফায় ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে গতকাল সভার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এতে সহযোগিতা করে সিলেট জেলা প্রশাসন জাইকা প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে জাপানি প্রতিষ্ঠান জাইকা আমাদের সহযোগিতা করবে ত্রাণ দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মোহসিনের সভাপতিত্বে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, আবহাওয়া অফিসের পরিচালক শামসুদ্দিন আহমদ, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের কর্মকর্তা লে. কর্নেল মিজান, গণপূর্ত বিভাগের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুত্ফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বুয়েটের অধ্যাপক তাহমিন এন হোসেন, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির বিন আলম . শারমিন রেজা চৌধুরী, জাইকার প্রতিনিধি নাওকি মাথসুমুরা প্রমুখ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫