খুলনা সদর হাসপাতালও করোনা বিশেষায়িত হচ্ছে

প্রকাশ: জুন ১৮, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

খুলনা বিভাগে নভেল করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ অব্যাহত রয়েছে প্রতিদিনই বাড়ছে শনাক্ত-মৃত্যুর সংখ্যা করোনা আক্রান্ত রোগীর চাপ সামলাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এরই মধ্যে ৩০টি শয্যা বাড়ানো হয়েছে পাশাপাশি নতুন করে প্রস্তুত করা হচ্ছে খুলনা সদর হাসপাতালকে আগামী রোববার থেকে সেখানে রোগী ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গতকাল দুপুরে জানিয়েছেন ওই হাসপাতালের মুখপাত্র কাজী আবু রাশেদ

তিনি বলেন, জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুরো হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হচ্ছে গতকাল থেকে হাসপাতালে সাধারণ রোগীদের ভর্তি বন্ধ করা হয়েছে আগে যারা ভর্তি ছিলেন তাদেরও ছাড়পত্র দেয়া হচ্ছে আর একটু জটিল রোগীদের পাঠানো হচ্ছে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে

রাশেদ বলেন, হাসপাতালের দ্বিতীয়, তৃতীয় চতুর্থ তলায় করোনা আক্রান্ত রোগী ভর্তি করা হবে এটি হবে ৭০ শয্যার আলাদা করোনা হাসপাতাল হাসপাতালের যেসব চিকিৎসক রয়েছেন, তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত আটজন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে

তিনি আরো বলেন, শ্বাসকষ্ট হওয়া রোগীদের হাসপাতাল থেকেই অক্সিজেন সরবরাহ করা যাবে, তবে যাদের আইসিইউ প্রয়োজন হবে, তাদের খুমেক হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫