চিপ সংকটে এক সপ্তাহ গাড়ি নির্মাণ বন্ধ রাখবে ভলভো

প্রকাশ: জুন ১৮, ২০২১

বণিক বার্তা ডেস্ক

চিপ সংকটের কারণে এক সপ্তাহের জন্য গাড়ি নির্মাণ বন্ধের ঘোষণা দিয়েছে ভলভো আগামী সপ্তাহ থেকে বেলজিয়ামের গেন্ট কারখানায় সাময়িকভাবে গাড়ি নির্মাণ বন্ধ করতে যাচ্ছে চীনের গিলি হোল্ডিংয়ের মালিকানাধীন এই ইউরোপীয় গাড়ি নির্মাতাটি খবর রয়টার্স

বিশ্বজুড়েই গাড়ি নির্মাণ শিল্পে বড় আঘাত হিসেবে হাজির হয়েছে চিপ সংকট বিস্তৃত সংকটে বাজারে সেমিকন্ডাক্টরের সরবরাহ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছে ইলেকট্রনিক ভোক্তাপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর

এক -মেইল বার্তায় ভলভো জানায়, চিপ সংকটের কারণে গেন্টের উৎপাদন বছরের ২৫তম সপ্তাহে আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি পরিস্থিতি স্থিতিশীল করার জন্য এটি একটি কার্যকর সিদ্ধান্ত এবং আমরা ২৮ জুন ফের কারখানা কার্যক্রম শুরু করব প্র্রতিষ্ঠানটি আরো জানায়, গতকালও নিজেদের সব কারখানায় কার্যক্রম চালু রেখেছিল ভলভো


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫